বিনোদন ডেস্ক | সোমবার,২২ জুলাই ২০১৯:
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আবেদনময়ী নায়িকাদের একজন সাক্ষী চৌধুরী। ২০১৩ সালে ‘পোতাগারু’ ছবির মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করে এক এক করে বহু সফল ছবিতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তেলেগু ও তামিল ছবিতে সমান তালে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন। ‘ইরুবর’ এর মতো বক্স অফিস কাঁপানো ছবির অভিনেত্রী সাক্ষী।
সাক্ষীর অভিনয় ও মোহনীয় ব্যক্তিত্বেও আকৃষ্ট দর্শকরা। তার শরীরী ঝলকে মাতাল গোটা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিও। কিন্তু সব খবর ছাপিয়ে হার্টথ্রব নায়িকা সাক্ষী এখন আলোচনায় ভিন্ন কারণে।
সম্প্রতি এক টুইটে সাক্ষী দাবি করেছেন, তার পোস্ট করা টুইটার ছবি আর ভিডিও দেখে অনেকেই তার সঙ্গে রাত কাটানোর জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। তিনি প্রতি রাতের জন্য ১ কোটি টাকা প্রস্তাব পাচ্ছেন!
সাক্ষী টুইটে লিখেছেন, ‘টুইটারে আমার ছবি আর ভিডিও দেখে মানুষ পাগল হয়ে গিয়েছে! পুরুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এক রাতের জন্য ১ কোটি টাকার প্রস্তাব আসছে আমার কাছে। কিন্তু আমি কি আমার শরীর বিক্রি করতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি!’
এরইমধ্যে সাক্ষী তার টুইটটি ডিলিট করে দিলেও সোস্যাল মিডিয়ায় অনেকেই তাকে এক রাতের জন্য পেতে লোভনীয় মূল্য হাঁকছেন।