1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

গুজব প্রতিরোধে মাধবদী এসপি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সচেতন সভা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ১৩২ পাঠক

আব্দুল কুদ্দুস | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯: ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে মাধবদী এসপি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে এ সচেতনতামূলক বক্তব্য রাখেন। এসময় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওসি আবু তাহের বক্তব্যে বলেন, ‘সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গলাকাটা, ছেলেধরা, মিথ্যা, বিভ্রান্তিকর একটি গুজব। এ গুজবে কান না দিয়ে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির করার জন্য আহ্বান জানান তিনি। সেইসাথে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কাউকে সন্দেহ হলে ছেলেধরা গুজবে গণপিটুনির নামে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন এবং দ্রুত থানা পুলিশ বা ৯৯৯ নাম্বারে জানান।
তিনি বলেন, ‘এলাকায় গুজব রটিয়ে ইতোমধ্যে মানসিক ভারসাম্যহীন লোকজনকে নাজেহাল ও মারধর করা হয়েছে যা এক ধরণের ফৌজধারী অপরাধের শামিল। তিনি সবাইকে এই ব্যাপারে পুলশিকে সহায়তা করার জন্য আহ্বান জানান।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD