রংপুর | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯:
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহা.আবদুল আলীম মাহমুদ বলেছেন, ‘অল্প বয়সে বিয়ে নয়, কুড়িতে বুড়ি নয়। বাল্য বিয়েকে না বলে কোথাও যদি বাল্য বিয়ে হওয়ার সংবাদ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশের ৯৯৯ নম্বরে মোবাইল ফোনে সংবাদ দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।’
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ছেলেধরা গুজব রুখতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নিরীহ মানুষকে হত্যা ও আহত করার ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র চলছে। এ ধরণের গুজব ও গণপিটুনি প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ বুঝে হোক, আর না বুঝে হোক গুজব ছড়াবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধে জড়াবেন না।’
গণপিটুনি দিয়ে নিরীহ মান্ষুকে হত্যা ঘটানোর মত ফৌজদারি অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানান পুলিশের এই উধর্বতন কর্মকর্তা। পাশাপাশি এ ধরনের গুজব ছড়ানোর বিষয়ে আইন শৃংখলা বাহিনী, আরপিএমপির সকল থানা এবং কন্ট্রোল রুম ও জাতীয় সেবা ৯৯৯ নম্বরে জরুরি কল করার পরামর্শ দেন তিনি।
নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক প্রমুখ।
পরে পুলিশ কমিশনার মোহা.আবদুল আলীম মাহমুদ শিক্ষার্থীদের বাল্য বিয়ে না করার জন্য শপথ বাক্য পাঠ করান।