1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

এবার খোলামেলা পোশাকে ঝড় তুলবেন জাহ্নবী

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ১২২ পাঠক

বিনোদন ডেস্ক | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯:
পোশাক বিতর্কে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন বলিউডের উঠতি নায়িকা শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। বেশ কয়েকবারই খোলামেলা পোশাকে দেখা গেছে তাকে। ক্যারিয়ারের প্রথম ছবি ‘ধড়ক’ দিয়েই বলিউডে বাজিমাত করেছেন এই সেনশেসন গার্ল।

জাহ্নবী অভিনীত ‘ধড়ক’ এর পর তার নতুন আর কোনও ছবি মুক্তি পায়নি। তবে তার অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ এবং ‘রুহি আফজা’র মতো ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। এ মুহূর্তে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘রুহি আফজা’র শুটিংয়ে ব্যস্ত জাহ্নবী।

তবে এরইমধ্যে বি-টাউনে খবর বেরিয়েছে, ডিটিজাল ময়দানে পদার্পণ করছেন জাহ্নবী। জয়া আখতার এর পরিচালনায় প্রথমবারের মতো কোনও ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ভূতুড়ে কাহিনিনির্ভর ওয়েব সিরিজটির নাম দেয়া হয়েছে ‘ঘোস্ট স্টোরিস’।

মাত্র ৩০ মিনিটের এই শর্ট ফিল্মে জাহ্নবীকে এক অভিনেতার সঙ্গে রোমান্সও করতে দেখা যাবে। বেশ খোলামেলা পোশাকেই সেখানে হাজির হবেন নায়িকা। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।

শর্টফিল্মটি নির্মাণে জয়া আখতারের সঙ্গে পরিচালনায় জুটি বেঁধেছেন আরও তিন পরিচালক- অনুরাগ কাশ্যপ, করণ জোহর এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়।

ছবির কাহিনি পড়ে মুগ্ধ জাহ্নবী এরইমধ্যে পরিচালককে ‘হ্যাঁ’ বলে দিয়ে শুটিংয়ের তারিখও জানিয়ে দিয়েছেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD