1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১৫০ শরণার্থীর প্রাণহানি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ১৩৯ পাঠক

আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯:
সাগরপথে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে লিবিয়ার পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ১৫০ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ১৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

তুরস্কের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আল খোমস শহরের উপকূল থেকে পাঁচ মাইল দূরে নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৩০০ জনের মতো অভিবাসী ছিলেন। অভিবাসীপ্রত্যাশীদের অধিকাংশই সোমালিয়া ও ফিলিস্তিনের নাগরিক।

এদিকে উদ্ধারকাজে নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় জেলেরা। চলতি বছর ভূমধ্যসাগরে এটিই সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে জানিয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে তিউনিসিয়া উপকূলে নৌকা উল্টে কমপক্ষে ৬৫ শরণার্থী নিহত হন। এর পর গত ৪ জুলাই ভূমধ্যসাগরের একই পথে লিবিয়া থেকে ইতালি পাড়ি দেয়ার সময় নৌকাডুবে ১ বাংলাদেশিসহ ৮০ জন অভিবাসীর প্রাণহানি হয়। এর ৭ দিন পর ১১ জুলাই ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD