1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

৬ মাসে ৮২৬ শিশু ধর্ষণ-নিপীড়নের শিকার: প্রতিবেদন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৮১ পাঠক

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯:
গত ৬ মাসে সারা দেশে ৮২৬ শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। এই শিশুদের মধ্যে ধর্ষণের পর ২২৪ জনকে হত্যা আর ৭৬ শিশু নির্যাতন ও ২৭ শিশু তাদের শিক্ষকের দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছে। একদিন আগেই চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়। কোয়ালিশনের মধ্যে থাকা আইন ও সালিশ কেন্দ্র বলেছে, গত ৫ বছরে যারা ধর্ষণের শিকার হয়েছে তাদের মধ্যে ৯০ শতাংশই শিশু ও কিশোর বয়সী। সারা দেশে শিশু নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে শিশু অধিকার কমিশন ও শিশু অধিদফতর গঠন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে কোয়ালিশন।

বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি শিশু নির্যাতন বৃদ্ধির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে কোয়ালিশন। এর আগে গত ৮ জুলাই বাংলাদেশ মহিলা পরিষদ এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছিল, চলতি বছরের প্রথম ৬ মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩১ জন নারী ও শিশু। যাদের মধ্যে ২৬ জনকে হত্যা করা হয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD