আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ২৮ জুলাই ২০১৯: বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও তার কন্যা ইভানকা ট্রাম্প। এবার পাকিস্তানকেও নারীর ক্ষমতায়নে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফিকার আব্বাস বুখারির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন ইভানকা।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইভাঙ্কা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে নারী উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালাতে আগ্রহী। তিনি চান পাকিস্তানি নারীদের কর্মসংস্থানের সংখ্যা ও সুযোগ বাড়াতে।
সেইসঙ্গে মালালার দেশে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা ও নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে চান ট্রাম্পকন্যা।
খুব শিগগিরই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ফ্রন্টে আরও সফলতা আসবে বলে ইঙ্গিত দিয়েছেন বৈঠক প্রসঙ্গে ইমরান খানের বিশেষ সহকারী জুলফিকার।