নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুলাই ২০১৯: সাভারে ধলেশ্বরীতে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার অভিযানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তলিয়ে যাওয়া আরও ২ শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার হওয়ার শিক্ষার্থীর নাম আকাশ। সে সাভারের ব্যাংকটাউনের আবু বক্কর তালুকদারের ছেলে। রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।
নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।
ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোকাদ্দিম জনিয়েছেন, সকালে কলেজে প্রবেশে মাত্র ৫ মিনিট দেরি হওয়ায় কলেজে ঢুকতে পারেনি। আজ রবিবার তাদের পরীক্ষা ছিল, তাই সহপাঠী আকাশের সাথে সাভারে ঘুরতে যায়। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল শেষ করে উপরে উঠার সময় আকাশ, রাজন ও মেহেদি স্রোতের কারণে দূরে চলে যেতে দেখা যায়। এসময় জিহাদ ও নাহিদ তাদেরকে টেনে তোলার চেষ্টা করেও না পারায় এক পর্যায়ে তারা তলিয়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ‘আমাদের দুটি ইউনিটসহ ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। আরও দুই শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।’