1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

চবি ছাত্রলীগের রাজনীতি হবে শিক্ষা বান্ধব ও বুদ্ধিভিত্তিক

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ১১৫ পাঠক

নিউজ ডেস্ক | সোমবার, ২৯ জুলাই ২০১৯:
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের রাজনীতি হবে শিক্ষা বান্ধব বুদ্ধিভিত্তিক। এখানে রাজনীতির প্রতিযোগিতা হবে বুদ্ধি দিয়ে। এখানে অস্ত্রের রাজনীতি থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ।’

সোমবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

রেজাউল হক রুবেল বলেন, দীর্ঘদিন পর আমাদের কমিটি ঘোষিত হয়েছে। আমরা দ্বায়িত্ব পেয়ে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছি। চবি ছাত্রলীগকে গতিশীল করতে আমরা শিগগিরই হল, অনুষদ, বিভাগ কমিটি গঠন করবো।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনও যৌক্তিক দাবির সাথে আমরা সবসময় থাকবো। হলের খাওয়ার মান বৃদ্ধি, আবাসিক সমস্যা, যাতায়ত সমস্যা নিয়ে আমরা কাজ করবো।’

অস্ত্রের রাজনীতির বিষয়ে তিনি বলেন, ‘চবি ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি চলবে না। আমরা চবি ছাত্রলীগের দ্বায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, সেখানে আমরা বলেছি যার কাছে পাওয়া যাবেই তাকেই যেন গ্রেফতার করে এবং আইনানুগ ব্যবস্থা নেয়।’

রুবেল আরও বলেন, ‘বর্তমানে গুজব ও যৌন নির্যাতন দুইটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত। আমাদের যেই গুজব ছড়াবে এবং যৌন হয়রানির সাথে জড়িত থাকবে তাদের ব্যবস্থা নিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলবো।’

ইকবাল হোসেন টিপু বলেন, ‘আমরা আমাদের সংগঠনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবো। আমরা যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো এতে মেধাবীদের স্থান দেয়া হবে। মাঠে কেমন কাজ করছে, কোন ধরনের অপকর্মের সাথে জড়িত কি-না, সবার সাথে সম্পর্ক কেমন এসব বিবেচনায় নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে জীবনবৃত্তান্ত নেয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ের আওয়ামী নেতৃবৃন্দের প্রত্যয়নপত্র নেয়া হবে বলেও তিনি জানান।’

চাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবসময়ই চাকসু নির্বাচন চাই। চাকসু নির্বাচনের পরিবেশ তৈরী করে আমরা এর জন্য আন্দোলন করবো।’

চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল, সাবেক সভাপতি বাইজিদ ইমন। পরে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৯ মাস পর ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করা হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD