রাসেল খান,
রাজধানীর তুরাগের বাউনিয়া বাটতলা আব্দুল্লাহ মেমোরিয়াল কিন্ডারগার্ডেন স্কুলের পাশে জামান মাষ্টারের বাড়ী থেকে ফয়সাল আহাম্মেদ আপেল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিয়াবাড়ী ফাড়ীঁ পুলিশ।
সোমবার রাত ৯ টার দিকে ১১০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ীর গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার, তারাইস থানার সেকান্দরনগর গ্রামের আব্বাস মেম্বারের ছেলে।
ডিয়াবাড়ী ফাড়ীঁ পুলিশের ইনচার্জ শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই জামান মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া আপেল নামের এক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা পরিচালনা করে আসছে আমরা খবর পেয়ে অভিযান চালাই এবং মাদক ব্যবসায়ী আপেলকে ১১০ পিস ইয়াবা সহ আটক করি। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী আপেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।