রাসেল খান,
রাজধানীর তুরাগের দিয়াবাড়ী পুলিশ ফাড়ীঁ এলাকা থেকে রিপন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিয়াবাড়ী ফাড়ীঁ পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ১২০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ীর গ্রামের বাড়ী বগুড়া জেলার, ধুনট থানার বরভিলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
ডিয়াবাড়ী ফাড়ীঁ পুলিশের ইনচার্জ শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই রিপন নামের এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করছে আমরা খবর পাই এবং অভিযান চালিয়ে হাতে নাতে ১২০ পিস ইয়াবা সহ আটক করি। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।