রংপুর | বৃহস্পতিবার, ৮ই আগস্ট, ২০১৯:
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নগরীর পায়রা চত্বরে পথচারীসহ সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোছা. শামিমা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ্-আল-ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুই ও সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন প্রমুখ।
তারা জানান, রংপুর মহানগরীর বিভিন্ন থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।