1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৮৯ পাঠক

নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ই আগস্ট, ২০১৯:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছেন এক প্রতিবেশী। শুক্রবার দুপুরে স্থানীয় নগর ডৌকাদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- মতিন, সিরাজুল ইসলাম, সুমাইয়া ও হাবিবুর রহমান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মতিন জানান, তার বাড়ির সীমানা সংলগ্ন একটি ডাব গাছ থেকে ডাব পাড়তে গেলে প্রতিবেশী আজিজুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা তাতে বাধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে তার ওপর হামলা চালায়। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।

অভিযুক্ত আজিজুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহত মতিনের স্ত্রী রাহিমা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD