আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার ,১৫ আগস্ট ২০১৯:
মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি কলেজসহ ৫ টি স্থানে হামলা বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্য।
সেনা মুখপাত্রের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানায়, দেশটির উত্তরাঞ্চলের সামরিক কলেজসহ সরকারের ৫ স্থাপনায় হামলা চালানো হয়।
স্থানীয় ৩টি বিদ্রোহী সংগঠনের জোট নর্দান অ্যালায়েন্সের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়েছে।
অভিজাত সামরিক কলেজ ডিফেন্স সার্ভিস টেকনোলজিক্যাল অ্যাকাডেমিতে হামলার ঘটনা গত কয়েক দশকে এই প্রথম।
উল্লেখ্য, কয়েক দশক ধরেই শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। লড়াই করছে সংখ্যালঘু নৃ-গোষ্ঠীগুলোর অধিক স্বায়ত্বশাসনের লক্ষ্যে বেশ কয়েকটি গোষ্ঠী।