নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯:
রাজধানীর মিরপুর-৭ নম্বরে বস্তির আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ফায়ার ফাইটার জুয়েল রানা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লাগা এ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট।
তেজগাঁও স্টেশনের ফায়ার ফাইটার জুয়েল রানাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন তার সহকর্মীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আসামাত্র তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ২১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে এর বেশি তথ্য নেই আমাদের কাছে। কিছুক্ষণ পর বিস্তারিত তথ্য জানানো যাবে।’