1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

বাড়তি ভাড়া আদায় করায় ২৫ বাসকে জরিমানা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ১৭৩ পাঠক

মানিকগঞ্জ | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯:
ঢাকা-আরিচা রুটের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ২৫ বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মিরাজুল ইসলাম (২৫) নামে নিরাপদ পরিবহনের এক বাস চালককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ।

ইউএনও ফিরোজ মাহমুদ বলেন, ওই মহাসড়কে দিয়ে চলাচলরত নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা লাক্সারিসহ মোট ২৫টি বাস মালিক ও চালককে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও বাড়তি ভাড়া নেওয়ার দায়ে ওই বাস চালককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ শেষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ ওই মহাসড়ক দিয়ে ফিরতে শুরু করেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কিছু অসাধু বাস মালিক ও চালকরা।

অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এবং যাত্রী হয়রানি বন্ধে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD