1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

মাধবদীতে এস,আই আব্দুর রাজ্জাকের জন্য অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ১৯৭ পাঠক

আব্দুল কুদ্দুস | নরসিংদী প্রতিদিন শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯:
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা হবে প্রশাসনের পক্ষে কঠোর হুঁশিয়ারি থাকা সত্ত্বেও তা মানছে কেউ। ঈদের পঞ্চম দিনেও দেখা গেছে নরিসংদীর প্রতিটি বাসস্ট্যান্ডে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাধবদী থানা শাখার নিরাপদ সড়ক চাই(নিসচা)’র এর সাধারণ সম্পাদক খন্দকার শাহিন পুলিশকে অবগত করেন। পরে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রউফ এর নির্দেশে গণপরিবহনে অভিযান চালিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাসের হেলপারদের নির্দেশ দেয় মাধবদী থানার উপ-পরিদর্শক(এস.আই) আব্দুর রাজ্জাক। পরে তারা যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয়। মুচলেকা দিয়ে ছাড়া পান চালক ও হেলপাররা।

সরেজমিনে বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখাছে, নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড, বেলানগর, ইটাখোলা, শিবপুর, মনোহরদী,মাধবদীসহ বিভিন্ন পরিবহনেও অতিরিক্ত ভাড়া নিতে দেখা গেছে। অতিরিক্ত ভাড়া আদায় করতে গণপরিবহন গুলোর চালক ও হেলপাররা ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ যাত্রীরা এর প্রতিবাদ করলে হতে হচ্ছে লঞ্ছিত, এর ভয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।

এছাড়া ঢাকা-সিলেট মহসড়কে যত্রতত্র পার্কিং, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, দাঁড়িয়ে যাত্রী বহন। বেপরোয়া গতিতে গাড়ি ওভারটেক করেতে দেখো গেছে। আর এসব নিয়ন্ত্রণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD