1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

মিরপুর বস্তিতে আগুন নেভাতে পানি সংকটে ফায়ার সার্ভিসের কর্মীরা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ১৯০ পাঠক

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯:
রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড় ব‌স্তি‌তে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের আশপাশে পানি সংকট থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। এতে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ৭ ইউনিট, পরে ১৫ ইউনিট এবং সর্বশেষ ২০ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বস্তির আশাপাশে সুবিধামতো পানি না পেয়ে বিকল্প ব্যবস্থা হাতে নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাশের বহুতল ভবনের রিজার্ভ ট্যাংকিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের মাধ্যমে ঘটনাস্থলে আনার চেষ্টা করছেন।

প্রতক্ষ্যদশীরা বলছেন, আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে যাচ্ছে পুরো বস্তি। মনে করা হচ্ছে, পোড়ার মতো সব ছাই হয়ে গেলেই তবে আগুন নিভতে পারে। ইতোমধ্যে আনেকাংশ পুড়ে গেছে। এছাড়া আগুন নেভার সম্ভাবনা কম। যদিও ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD