1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

কাশ্মিরে মুসলিমদের ওপর ‘বলপ্রয়োগ’, ভারতকে ইরানের হুঁশিয়ারি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ১১৬ পাঠক

আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার,২২ আগস্ট ২০১৯:
কাশ্মিরের মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়ন ও তাদের ওপর বলপ্রয়োগ না করতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

গতকাল বুধবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে কাশ্মির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেনী এ হুঁশিয়ারি দেন।

খোমেনী বলেন, ‘কাশ্মিরের মুসলমানদের অবস্থা উদ্বেগজনক। ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তবে ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মিরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে এবং সেখানকার মুসলমানদের ওপর কোনও ধরনের বলপ্রয়োগ কিংবা নির্যাতন-নিপীড়ন করবে না।’

বর্তমান কাশ্মির সংকটকে ব্রিটিশ সরকারের শয়তানিসুলভ পদক্ষেপের পরিণতি উল্লেখ করে তিনি বলেন, ‘ব্রিটিশদের উপমহাদেশ ত্যাগের সময় শয়তানি ছকের কারণেই আজ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কাশ্মিরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরনের পদক্ষেপ নিয়েছিল।’

আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে খোমেনী বলেন, ‘শত্রুরা ইরানের কোনও ক্ষতি করতে পারবে না। বিপ্লবের ৪০ বছর পার হয়েছে, আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো, কিন্তু শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD