নিউজ ডেস্ক | রবিবার,২৫ আগস্ট ২০১৯:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পূর্বশত্রুতার জেরধরে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার এলাকার মহেষকুড়া বিরাসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাইদুর মহেষকুড়া গ্রামের এজাজ উদ্দীনের ছেলে বলে জানা গেছে। তবে আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে নান্দাইল থানার ওসি মুনসুর আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরধরে উপজেলার খারুয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও সাবেক ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সকাল ১১টার দিকে দু-পক্ষের সংষর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতেসাইদুর রহমান(৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হয় আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।