নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট ২০১৯:
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গ্রেফতারকৃত নারীর নাম আসমা আক্তার মুন্নি (৩৪)।
সোমবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে র্যাব-২-এর মেজর মোহাম্মাদ আলী বলেন, ‘রবিবার (২৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে।’
তিনি বলেন, ‘গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে তুরাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।’
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরূল মোত্তাকিন বলেন, ‘ইতোমধ্যেই ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।’