1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ-ভ্যাকসিন বিক্রি, জরিমানা ৭৫ লাখ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ১২৯ পাঠক

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট ২০১৯:
গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন গবাদী পশুর শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ভ্যাকসিন। এসব ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়েছে ২০১২-২০১৩ সালেই। অথচ একটি কোম্পানি প্রতিষ্ঠান খুলে দেদাড়ছে রাজধানীর বিভিন্ন জায়গায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন এসব ভ্যাকসিন বিক্রি করছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ফকিরাপুলের ১৪৯/এ ডিআইটি এক্সটেনশন অ্যাভিনিউয়ের চতুর্থ তলায় অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স কোং লিমিটেডের অফিসে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। একই সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রধান অফিস লালমাটিয়া ও তেজগাঁওয়ের একটি গোডাউন থেকে আমদানিকৃত, মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন উদ্ধার করা হয়। যার মূল্য ১০ কোটি টাকা।

অভিয়ান শেষে নির্বাহী মাজিস্ট্রেট জানান, ওই প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভ্যাকসিন জব্দ করা হয়েছে। যার মধ্যে অনেকগুলোর মেয়াদ ২০১২-১৩ সালেই শেষ হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ জরিমানা করা হয়েছে।

এছাড়া ওই প্রতিষ্ঠানের মালিক মনজিল মোরশেদ খানসহ ছয়জনকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে বলেও জানান সারওয়ার আলম।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD