নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
গাজীপুর এসোসিয়েশন ইউকের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২৬ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান হয়। গাজীপুর জেলার কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর হতদরিদ্র ব্যক্তি সহ সাতটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
গাজীপুর এসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের সদস্য ও আ’লীগ নেতা ওয়াজ উদ্দিন মোল্লা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সরকার, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের আহবায়ক নুরুল আমীন সিকদার, আ’লীগ নেতা শহীদুল্লাহ দর্জি প্রমুখ।
প্রধান অতিথি আমানত হোসেন খান বলেন যুক্তরাজ্য প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা প্রিয় জন্মভূমি মানুষের জন্য ব্যয় করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সংগঠন গাজীপুরের হতদরিদ্র ব্যক্তি ও মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কাজ করে যাচ্ছে তাই উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।