স্পোর্টস ডেস্ক | ২৯ আগস্ট বৃস্পতিবার ২০১৯:
আফগানদের বিপেক্ষ একমাত্র টেস্টে টাইগারদের একাদশ আগামিকাল শুক্রবার (৩০ আগস্ট) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।।
টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হব চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামি ৫ সেপ্টেম্বর। টেস্ট ম্যাচ শেষে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশিয় একটি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ৬ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে বিসিবি।
প্রধান নির্বাচক নান্নু গণমাধ্যমকে বলেন, ‘আমরা কিছুক্ষণ পর বসব। জাতীয় দল ঠিক করা হবে। আগামিকাল মাঠে দল ঘোষণা করব। আপাতত টেস্ট দল দিচ্ছি। টেস্টের দ্বিতীয় দিন আমরা টি-টোয়েন্টি সিরিজের দল দেব।’