1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

জীবনের নতুন পদক্ষেপে নিকের পাশে প্রিয়াঙ্কা!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৯ পাঠক

বিনোদন ডেস্ক | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯:
সংসার এবং কাজ দক্ষ হাতেই সামলে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিছুদিন আগেই শেষ হয়েছে তার আগামী হিন্দি ছবি দ্য স্কাই ইজ পিংক-এর শ্যুটিং। শুরু হবে তার প্রমোশন।

এরই ফাকে স্বামী নিক জোনাসকেও সময় দিচ্ছেন ব্যস্ত নায়িকা। এ যেমন নিকের সঙ্গে সামিল হয়েছেন, একই সঙ্গে সেলিব্রেশনে মেতেছেন নিকের নতুন টকিলা ব্র্যান্ডের লঞ্চে।

আর এই সুখবর ইনস্টাগ্রামে ছবি দিয়ে শেয়ার করেছেন স্বয়ং নিক জোনাস। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে ডিপ নেকলাইনের বেলুন স্লিভস-এর সাদা ও ব্রঞ্জ ম্যাক্সি ড্রেসে। নিক অবশ্য বেছে নিয়েছিলেন সাদা-কালোর ক্যাশুয়াল পোশাক। নিকিয়াঙ্কার এই ছবি দেখে মুগ্ধ তাদের ভক্তরা।

সম্প্রতি হার্শেতে একটি লাইভ কনসার্টে আয়োজিত হয়েছিল জোনাস ব্রাদার্সের জন্যে। তারও ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিক লিখেছিলেন, ‘আমি স্পিচলেস! একরাতেই ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে…’

প্রসঙ্গত, এই কনসার্টে অভিনেতা অনুপম খেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের লাইভ অনুষ্ঠান দেখে মুগ্ধ অনুপম ধন্যবাদ জানিয়েছেন তার প্রিয় প্রিয়াঙ্কাকে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD