নিউজ ডেস্ক | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে- স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁর পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।