বিনোদন ডেস্ক | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯:
মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিংয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নাম কামিয়েছেন তিনি। ইংল্যান্ডে চলতি বছর হয়ে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে উপস্থাপনা করেছেন পিয়া।
সম্প্রতি তিনি ভারতের মুম্বাইয়ে গেছেন। তাহলে বলিউডের নতুন কাজে দেখা মিলবে তার? জবাবে পিয়া বলেন, এখানে একটি মিটিংয়ে এসেছি। এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না।
চূড়ান্ত হলে জানাব। এদিকে সামনে পিয়া রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ ছবিতে অভিনয় করবেন। তার জিন ছবিতে অভিনয় করার কথা থাকলেও তিনি ছবিটি করছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নিয়মিত পদচারণা রয়েছে। নিত্যনতুন আবেদনময়ী ছবি দিয়ে তিনি ভক্তদের মন রক্ষা করেন। এজন্য তাকে কম সমালোচিত হতে হয় না। কিন্তু তিনি এসবের কোনো তোয়াক্কা করেন না। এছাড়া তিনি উপস্থাপনা ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন।