1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

বসবাস অযোগ্যে তালিকায় ঢাকা ৩য়, যুদ্ধবিধ্বস্ত দামেস্কো প্রথম

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৭ পাঠক

নিউজ ডেস্ক | বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯:
বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। প্রথম রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। তবে এর আগের বার ঢাকা দ্বিতীয় স্থানে থাকলে সেটি দখলে নিয়েছে নাইজেরিয়ার রাজধানী লাগোস।

বসবাসের অযোগ্যতার দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শহরের একটি তালিকা তৈরি করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় ১৩৮তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ শেষের দিক থেকে তিন নম্বরে অবস্থান এই শহরটির।

অপরাধের মাত্রা, সংঘাতের ঝুঁকি, স্বাস্থ্যসেবার মান, বাধানিষেধের মাত্রা, তাপমাত্রা এবং বিদ্যালয় ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোর বসবাসের ভালো-মন্দ দিক। এসব বিষয়ের ওপর মোট ১০০ পয়েন্টের সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকা।

১৪০ শহরের একটি বৈশ্বিক তালিকায় ১৩৮তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ শেষের দিক থেকে তিন নম্বরে অবস্থান এই শহরটির। খবর সিএনএনের।

আগের বছরের মতোই ২০১৯ সালের তালিকায়ও প্রথমে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ দশ বসবাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের আধিপত্য রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে প্যারিস ও হংকং যথাক্রমে তালিকার ২৮ এবং ৩৮তম স্থানে নেমে গেছে। সিঙ্গাপুর আছে ৪০তম স্থানে।

বিশ্বের সবচেয়ে ১০টি বাসযোগ্য শহর
১. ভিয়েনা, অস্ট্রিয়া
২. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
৩. সিডনি, অস্ট্রেলিয়া
৪. ওসাকা, জাপান
৫. ক্যালগারি, কানাডা
৬. ভ্যাঙ্কুভার, কানাডা
৭. টরন্টো, কানাডা
৮. টোকিও, জাপান
৯. কোপেনহেগেন, ডেনমার্ক
১০. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া

বিশ্বের সবচেয়ে ১০টি অবাসযোগ্য শহর
১. দামেস্ক, সিরিয়া
২. লাগোস, নাইজেরিয়া
৩. ঢাকা, বাংলাদেশ
৪. ত্রিপলি, লিবিয়া
৫. করাচি, পাকিস্তান
৬. পোর্ট মোরেসবি, পাপুয়া নিউ গিনি
৭. হারারে, জিম্বাবুয়ে
৮. ডুয়ালা, ক্যামেরুন
৯. আলজিয়ার্স, আলজেরিয়া
১০. কারাকাস, ভেনিজুয়েলা

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD