1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 3:24 pm

সরকার আমাকে পাসপোর্ট দিচ্ছে না: ভিপি নুর

News desk | Dhaka24-
  • Publish | Wednesday, September 4, 2019,
  • 123 View

ডেস্ক রিপোর্ট | বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ভারতে চিকিৎসা করানোর জন্য যেতে চাইলেও পাসপোর্ট না পাওয়ার কারণে তিনি যেতে পারছেন না। পাসপোর্ট পেতে গত চার মাস ধরে তিনি অনেক কর্মকর্তার দারে দারে ঘুরেও পাসপোর্ট মিলছে না।

বুধবার (৪ সেপ্টেম্বর) ব্রেকিংনিউজের সাথে আলাপকালে ভিপি নুর এসব কথা বলেন।

নুর জানান, গত জুলাই মাসে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল তার। এ জন্য পাসপোর্টের জন্য এপ্রিল মাসে তিনি আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে নির্ধারিত ফিও জমা দেন ব্যাংকে।

নুর ধারণা করেছিলেন সাত দিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার তিনি পাসপোর্ট পাননি।

ভিপি নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এ দেশের নাগরিক। পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমি ডাকসুর নির্বাচিত ভিপি, অথচ আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না।’

নুর আরও বলেন, ‘আমি মনে করি সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণেই এমনটা করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের কনসার্নে আমার পাসপোর্ট দেয়া হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

এ ব্যাপারে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. সোহেল হোসেন খানের বক্তব্য জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD