নিউজ ডেস্ক | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯: খালেদা জিয়া জেলখানায় মানে সব কিছু জেলখানায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, ‘খালেদা জিয়া জেলখানায় মানে শিষ্টাচার, গণতন্ত্র, রাজনীতি, সব কিছু এখন জেলখানায়। এজন্য বাংলাদেশের স্বাভাবিক জীবনযাত্রা এখন নাই। বেগম জিয়া জেলখায়, এখানে আইন-আদালত বলে কিছু নাই। আইন-শৃঙ্খলা বাহিনী যা করছে তার প্রতিবাদ সেভাবে আমরা করতে পারছি না, কেনো? কারণ বেগম খালেদা জিয়া জেলখানায়।’
কৃষক দলের এই আহ্বায়ক বলেন, এসব থেকে মুক্ত হতে হলে বেগম খালেদা জিয়াকে বের করতে হবে। আর বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নাই।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা ভ্যাটের বিরুদ্ধে হরতাল দিয়েছিল, সংসদে ওয়াক আউট করেছিল তারাই তা সর্বত্র ছড়িয়ে দিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাইফুর রহমানের ছেলে নাসের রহমান প্রমুখ।