1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 13, 2025, 5:35 am

জবির ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

News desk | Dhaka24-
  • Publish | Friday, September 6, 2019,
  • 157 View

নিউজ ডেস্ক | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯:
ক্যাম্পাসে মাদক সেবনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে আগামী ১০ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত বুধবার (৪ অক্টোবর) মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনার তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলাবিধি ভঙ্গের সামিল। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ করা হয়েছে এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনও জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে কিছু বলার নাই বলে গণ্য করা হবে। পরবর্তীতে কোনও যোগাযোগ ব্যাতিরকে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ক্যাম্পাসে নিয়মিত টহলের অংশ হিসেবে গত বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় গেটের স্টোর রুমে অভিযান চালান বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। স্টোর রুমের দরজা বন্ধ দেখে রুমে প্রবেশ করলে ৬ শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ অবস্থায় ২ শিক্ষার্থীকে আটক করা গেলেও বাকি ৪ শিক্ষার্থী পালিয়ে যায়। আটকের সময় সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসাইন এবং শাহ্ মো. আরিফুল আবেদ উপস্থিত ছিলেন।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD