স্পোর্টস ডেস্ক | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯:
হঠাৎই খেলা চলার মধ্যেই অবসরের ঘোষণা দিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নবী। মাত্র তিন টেস্টেই থেমে গেল তার টেস্ট ক্যারিয়ার। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে আফগানরা তৃতীয় টেস্ট খেলছে। দেশের হয়ে মাত্র তিন টেস্টে খেলার সৌভাগ্য হলো নবীর। সামনে আরও সুযোগ থাকলেও নিজ ইচ্ছেতেই অবসরে গেলেন তিনি। আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, তিনি চলতি টেস্ট ম্যাচের পরই অবসরে যাবেন।’
হঠাৎ কেন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন-তার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে সীমিত ওভারের ক্রিকেট বেশিদিন খেলতেই এমন সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে খুব বেশি।
বাংলাদেশের বিপক্ষে চলতি ম্যাচের আগে আফগানিস্তানের হয়ে ২টি টেস্ট খেলেছেন নবী। ব্যাট হাতে অবশ্য পারফর্ম করতে পারেননি। মোট রান ২৫। তবে অফস্পিন বোলিংয়ে উইকেট নিয়েছেন ৪টি।