বিনোদন ডেস্ক | শুক্রবার ৬ সেপ্টেম্বর, ২০১৯:
ভাঙাগড়ার মধ্য দিয়ে ক্যারিয়ারের অনেকটা পথ পাড়ি দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয় দিয়ে শুরু থেকেই দর্শকদের মুগ্ধ করেছেন। তাই দ্রুতই বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও মেগা সিরিয়ালে তার উত্থান ছিল চোখে পড়ার মতো।
কিন্তু সেই প্রভাব এবার নতুন আলোচনায় এলেন। আর সেটি স্নানশেষের ভিডিও পোস্ট করে।
গেল বুধবার নিজের ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন প্রভা। ক্যাপশনে লেখেন, ‘গোসলের পরে…’। প্রভার এই ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি বাথ রোব পরে হাত দিয়ে ভালবাসার চিহ্ন এঁকে কাকে যেন ‘আই লাভ ইউ’ বলছেন প্রভা। ভিজে চুলে তাকে বেশ উষ্ণ এবং সুন্দর লাগছে বলেও মন্তব্য করেছেন ভক্তদের কেউ কেউ।
গেল মাসে ঈদ নাটকের ব্যস্ততা শেষে লম্বা ছুটি কাটিয়ে আবারও নাটকে ফিরেছেন এই অভিনেত্রী। নিজের চলমান ধারাবাহিক নাটকগুলোর পাশাপাশি বেশি কিছু নতুন স্ক্রিপ্ট আছে তার হাতে।