1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

জৈন রীতিতে উপোস করে সুন্দরী যুবতীর মৃত্যু

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২৩ পাঠক

ভারত ডেস্ক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ :
জৈন ধর্মের বিশেষ উৎসব প্রয়ুশন প্রভায় ধর্মীয় রীতি অনুযায়ী ৮ দিন ব্যাপী একাসান্ন উপোস করে অবশেষে মারা গেছেন একতা আশুভাই গালা নামের এক সুন্দরী যুবতী। ভারতের মুম্বাইয়ে এ ঘটনা ঘটেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার সকালে তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ২৭ অগস্ট থেকে শুরু হয়েছিল জৈন ধর্মের এ উৎসব। ধর্মীয় রীতি অনুযায়ী উৎসবের প্রথম দিন থেকেই উপোস ছিলেন ২৫ বছর বয়সী একতা। উপোস শুরুর দুদিন পরই তিনি অসুস্থ বোধ করলেও উপোস ভাঙেননি।

এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক ও জৈন মহারাজ একতাকে সারা দিন উপবাসে না থেকে দিনের একটা সময় উপবাস ভঙ্গ করে কিছু খাওয়ার পরামর্শ দেন। কিন্তু ধর্মের প্রতি দৃঢ়তা দেখাতে গিয়ে এই পরামর্শে রাজি হননি। অসুস্থ শরীর নিয়েই দিনভর উপবাস করেন।

এমনকি আত্মীয়-পরিজনদের অনুরোধেও কান দেননি একতা। এরপর গেল বুধবার মধ্যরাত থেকে শরীর আরও খারাপ হলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD