1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

পিপিবি বিলুপ্ত, বিএনপিতে যোগ দিলেন রিটা রহমান

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৫ পাঠক

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ :
পিপলস পার্টি অব বাংলাদেশ বিলুপ করে নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিলেন দলের চেয়ারম্যান রিটা রহমান। আসন্ন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দল বিলুপ্ত করে পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমানের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিএনপি প্রত্যাশা করে বলে, পিপলস পার্টির নেতা–কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

এর আগে আলোচিত-সমালোচিত একাদশ সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে রংপুর-৩ আসনে এরশাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটা রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের প্রধানমন্ত্রীর মর্যাদার সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে। যাদু মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতার অন্যতম সদস্য।

একাদশ সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে নতুন রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অব বাংলাদেশ’-এর (পিপিবি) আত্মপ্রকাশ ঘটে। এই দলের আহবায়ক করা হয় রিটা রহমানকে। পরে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে যোগ দেয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD