নিউজ ডেস্ক | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯:
লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়ক তৈরি চেষ্টায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলা মেডিকেলসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পুলিশের পক্ষ থেকে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় মোটরসাইকেল চলাচলে হেলমেট ব্যবহার, বড় গাড়ি চলাচলে সিট বেল্ট ব্যবহার ও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও ট্রাফিক পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন।