রাজারহাট | বৃহস্পতিবার,১২ সেপ্টেম্বর ২০১৯ :
১২সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে ইজিবাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির গ্রামের সমেশ উদ্দিনের পুত্র আঃ বাতেন মাষ্টার(৬৫) বাড়ী থেকে মটর সাইকেল যোগে নাজিমখান বাজার যাওয়ার পথিমধ্যে তালতলা এলাকায় ইজি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হয়।
পরে, পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তার লাশ এক নজর দেখতে এলাকাবাসীরা তার বাড়ীতে ছুটে আসে। আঃ বাতেন মাষ্টার সিঙ্গেরডাবরী হাট উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত শিক্ষকতা করেছেন। এ ব্যপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেয়া হবে।