খুলনা | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :
খুলনার রূপসায় নিজ ঘর থেকে লাকি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর তৃতীয় স্বামী ফুলমিয়াকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার দক্ষিণ নন্দনপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্য জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার তৃতীয় স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।