1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

গত বছর ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ৬ শতাংশ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৮ পাঠক

আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :
ইরানের গত বছরে (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) গ্যাস কনডেনসেটস সহ তেলবহির্ভূত পণ্যসামগ্রীর রপ্তানি ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের সাথে তুলনা করে এই প্রবৃদ্ধি পাওয়া গেছে।

ইরানের প্লান অ্যান্ড বাজেট অরগানাইজেশনের (পিবিও) তথ্যমতে, গত বছরে গ্যাস কনডেনসেটসহ ইরানের তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি হয়েছে ৪৪ দশমিক ৩১০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ২০১৩ সালের তুলনায় বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। আর্থিক খাতে রুহানি সরকারের অগ্রগতির ওপর প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন মতে, ২০১৩ সালে গ্যাস কনডেনসেট সহ তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি হয় ৪১ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলার। পরিসংখ্যানে আরও দেখা যায়, একই সময়ে তেলবহির্ভূত পণ্যের আমদানি কমেছে। ২০১৩ সালে এই পণ্যের আমদানি হয়েছিল ৪১ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলার, ২০১৮ সালে সেখানে আমদানি কমে দাঁড়ায় ৪২ দশমিক ৬১২ বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি কমেছে ১৪ দশমিক ৩ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD