নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :
আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক রব্বানীকে সরিয়ে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্যকেসাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর এমন তথ্য জানা যায়।
দলটির সম্পাদকমণ্ডলীর নেতারা দাবি করেন, বর্তমান সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় এই দুই নেতাকে দায়িত্ব দেয়া হয়। এর আগে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন শোভন ও রব্বানী।