স্পোর্টস ডেস্ক | শনিবার ১৪ সেপ্টেম্বর ২০১৯:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এ জয়ের আগে হেরে যাওয়ার শঙ্কায় পড়েছিলো টাইগাররা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ার ২ ওভার কমিয়ে ১৮ ওভার ব্যাট করে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে ২ বল হাতে রেখেই ১৪৮ রান তুলে জয় নিশ্চিত করে সাকিবরা।