রাজশাহী | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ :
রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদী থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু।
তিনি আরও জানান, সকালে স্লুইসগেট এলাকায় মরদেহগুলো পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে।
ওসি সমিত কুমার জানান, ৪টি লাশের মধ্যে ৩টি লাশ কচুরিপানায় ঢাকা ছিল। পচে মুখের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। অপর লাশটি স্লুইসগেটের ভেতরে আটকা পড়েছিল।
এ ব্যাপারে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উজান থেকে ভেসে আসা লাশগুলোর পরিচয় শনাক্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।