নিজস্ব প্রতিবেদক | সোমবার,২৩ সেপ্টেম্বর ২০১৯:
রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবে রয়েছে বার, জিম ছাড়াও নানা ইনডোর গেমের ব্যবস্থা। প্রতিদিনই সন্ধ্যার পর জমজমাট থাকে অভিজাত এ ক্লাব। তবে ক্লাবটিতে অভিযান চালিয়ে কিছুই পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে মগবাজারের পিয়াসী বারেও অভিযান চালিয়ে অনৈতিক কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিবি পশ্চিমের সহকারী উপ-কমিশনার (এডিসি) হাবীব-উন-নবী আনিসুর রশীদের নেতৃত্বে একটি টিম মগবাজারের পিয়াসী বারে অভিযান চালায়। আর বিকাল ৫টার দিকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তেজগাঁও এলাকায় অবস্থিত ফু-ওয়াং ক্লাবে অভিযান চালায় তেজগাঁও পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাসিনো ও জুয়া খেলাসহ নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফু-ওয়াং ক্লাবটিতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু বন্ধ থাকায় ভিতরে কয়েকজন নিরাপত্তাকর্মী ও একজন কোষাধ্যক্ষ ছাড়া কাউকে পাওয়া যায়নি। ক্লাবটি প্রায় অর্ধ-পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবে রয়েছে বার, জিম ছাড়াও নানা ইনডোর গেমের ব্যবস্থা। প্রতিদিনই সন্ধ্যার পর জমজমাট থাকে অভিজাত এ ক্লাব। তবে ক্লাবটিতে অভিযান চালিয়ে কিছুই পায়নি আইন-শৃঙ্খলা বাহিনী।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন সংস্কার কাজ চলায় গত তিনদিন ধরে ক্লাবটি বন্ধ রয়েছে। আর বন্ধ থাকা সময়েই ডিএমপির তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোন ক্লাবটিতে অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অন্যদিকে পিয়াসী বারের বৈধ কাগজপত্র ছিল। যারা বারে এসেছেন তাদের লাইসেন্স ছিল। এখানে অনৈতিক কিছুই পাইনি পুলিশ।