স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০১৯:
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। অনবরত বৃষ্টির হওয়ায় রাত ৯টার দিকে ম্যাচ অফিসিয়ালরা ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাইলজ অনুযায়ী বাংলাদেশ-আফগানিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি। রিজার্ভ ডে না থাকায় সিরিজের বাইলজ অনুযায়ী উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।