স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০১৯:
বেরসিক বৃষ্টিতে এখনও মাঠে গড়ায়নি ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাগে ৮টার সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত টসই হয়নি। তখনও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এখন অপেক্ষা রাত ৯টা ৪০ মিনিটের। ওই সময়ের মধ্যে খেলা শুরু না করা গেলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হবে।
যদি বেঁধে দেয়া সময়ে মধ্যে খেলা শুরু হওয়ার উপযোগী পরিবেশ তৈরী হয়, তবে ওভার কমিয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত দিতে পারেন ম্যাচ পরিচালকবৃন্দ। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৬১ ভাগ, ৫ টায় ৪৮ ভাগ, সন্ধ্যায় ৬টায় ৪২ ভাগ, ৭টায় ৩২ ভাগ, ৮টায় ২৯ ভাগ। এরপর ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ২৯-১৫ ভাগ।