1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

জেনে নিন, বিমান ভ্রমণে যেসব জিনিস নেওয়া যাবে না

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৬৩ পাঠক

নিউজ ডেস্ক | বুধবার,২৫ সেপ্টেম্বর ২০১৯:: নানাবিধ প্রয়োজনে আমাদের বিমান ভ্রমণ করতে হয়। কারো কারো জন্য হয়তো একেবারে নতুন অভিজ্ঞতা। তাই কিছু নিয়ম-কানুন জেনে রাখা ভালো। আজ জানবো বিমানে হাতব্যাগে কোন কোন জিনিস নেওয়া যাবে না।

এজন্য প্রথমেই বিমানের কেবিনে অনুমোদিত বহনযোগ্য হাতব্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ বিমানে যাত্রার সময় আপনি কোন কোন মালামাল হাতব্যাগে রাখতে পারবেন না। মালামালগুলো হচ্ছে-

১) মেশিনগান
২) পিস্তল
৩) নেইল কাটার
৪) রশি
৫) ব্লেড

৬) মাছ
৭) মাংস
৮) পেন্সিল ব্যাটারি
৯) বাটাল
১০) ম্যাচ বাক্স

১১) প্লাস
১২) লাইটার
১৩) কাচি
১৪) ছুরি

১৫) সুঁই-সিরিঞ্জ
১৬) স্ক্রু ড্রাইভার
১৭) কাঁটা চামচ

১৮) মরিচের গুড়া
১৯) সেভিং ফোম
২০) ক্রিকেট ব্যাট

২১) অ্যারোসল

তবে এসব মালামাল বড় লাগেজে দেওয়া যায়। যেটা চেক ইন করার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আপনি দিয়ে দেবেন বহন করার জন্য। অর্থাৎ চেক ইন লাগেজে ভরে আনতে পারেন। শুধু হাতব্যাগ আপনি বহন করতে পারেন। তাই এ জিনিসগুলো হাতব্যাগে নেওয়ার সুযোগ নেই।

এছাড়া ডায়াবেটিক রোগীর যে কোন জরুরি মুহূর্তে ইনসুলিন নিতে হয়। সে ক্ষেত্রে তিনি সিরিঞ্জ কিভাবে নেবেন? এ ব্যাপারেও উপায় বলে দেওয়া হয়েছে। তাই চেক ইন করার সময় এমন বিষয় ‘স্পেশ্যাল কেইসে’ বলে রাখতে পারেন। তাহলে তারা ব্যবস্থা করে দেবেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD