1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

মেসির ফিফার ‘দ্য বেস্ট’ জেতা স্বাভাবিক ঘটনা!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৫ পাঠক

স্পোর্টস ডেস্ক | বুধবার,২৫ সেপ্টেম্বর ২০১৯:
৬ষ্ট বারের মতো ফিফার সেরা খেলোয়াড় হয়েছেন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পিছনে ফেলে এ পুরস্কার জেতেন তিনি। ফিফার দ্য বেস্ট জেতার ক্ষেত্রে ব্যপক প্রতিযোগিতা হয়েছে তাদের মধ্যে। তবে আর্জেটাইন কোচ লিওনেল স্কালোনির কথা শুনলে মনে হবে ফিফার দ্য বেস্ট জেতা মেসির জন্য পানি ভাত।

তিনি বললেন, মেসির ফিফার দ্য বেস্ট পুরস্কার জেতা একটি স্বাভাবিক ঘটনা। কারণ সে-ই সেরা। ও যতদিন চাইবে, ততদিন সেরা হতে পারবে। সেই সক্ষমতা তার আছে। শারীরিকভাবে এখনও ফিট ৩২ বছরের এ ফুটবলার।

ভবিষ্যতে আরও জিতবে আশা প্রকাশ করে স্কালোনি বলেন, প্রত্যাশিতভাবেই ফুটবলের সেরা পুরস্কার জিতেছে মেসি। আরও অনেক বছর সেটি করে দেখাবে সে।

আর্জেন্টিনা কোচ বলেন, মেসি জাদুকর। সে এমন একজন খেলোয়াড়, যার খেলা আমরা উপভোগ করতে পারি। এটি দারুণ ব্যাপার হবে, যদি সবাই তাকে সমানভাবে সম্মান করে ও জানায়। কারণ এ গ্রহে তার মতো আর কেউ নেই।

আন্তর্জাতিক ফুটবলে এখন নিষিদ্ধ আছেন মেসি। ২০১৯ কোপা আমেরিকায় দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। বলেন, ব্রাজিলকে শিরোপা জেতাতেই সব বন্দোবস্ত করে রেখেছে কনমেবল। ফলে তিন ম্যাচে নিষেধাজ্ঞার খড়গ ঝুলে তার ওপর।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD