প্রযুক্তি ডেস্ক | বুধবার,২৫ সেপ্টেম্বর ২০১৯:
৩০ হাজার কর্মী নিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো বিশ্বের বৃহত্তম অনলাইন শপিং সাইট অ্যামাজন। কিন্তু আবেদনের সময় সীমা শেষ হওয়ার আগেই এক সপ্তাহে ২ লাখ ৮ হাজার আবেদনপত্র জমা পড়েছে। স্থায়ী চাকরিগুলোর বেশিরভাগই ফুল টাইম ক্যাটাগরির। ওয়্যার হাউজের কর্মীর পাশাপাশি সফটওয়্যার প্রকৌশলীও নিয়োগ দেবে।
অ্যামাজনের মুখপাত্র অ্যাডাম সেডো জানিয়েছেন, এতো বেশি সংখ্যক চাকরির আবেদন এর আগে কখনও জমা পড়েনি। এক সপ্তাহের মধ্যে এতো বেশি আবেদন জমা পড়ার ঘটনা এই প্রথম।
এ বিষয়ে অ্যামাজনের মানব সম্পদ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, সারা দেশের (যুক্তরাষ্ট্রের) মানুষ সর্বনিম্ন ১৫ ডলার মজুরি, হেলথ কেয়ার সুবিধা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব বোঝে। এ কারণেই তারা অ্যামাজনে চাকরির আবেদন করেছে।