স্পোর্টস ডেস্ক | শনিবার, ১২ অক্টোবর ২০১৯:
শ্রীলঙ্কার কলম্বোয়ে শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়েছেন সাঈফ হাসান। তার সেঞ্চুরি ও নাঈমের হাফসেঞ্চুরিতে ৩২২ রান সংগ্রহ করেছে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে বাংলাদেশের যুবারা। ওপেনারদের ব্যাটে ১২০ রানের উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। শুরু থেকেই দারুণ খেলতে থাকা নাঈম আউট হন ৬৬ রান করে।
নাঈমের বিদায়ের পর ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেয় সাইফ। ১১৭ রান করে আউট হন সম্ভাবনাময় এ ওপেনার। আর কেউই ইনিংস বড় করতে পারেনি। ফলে বড় রানের আশা জাগিয়েও ৩২২ রানের বেশি করতে পারেনি টাইগার যুবারা।