বিনোদন ডেস্ক | রবিবার,২০ অক্টোবর ২০১৯ :
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান অনুষ্ঠান। আগামীকাল সোমবার ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির “নবরাত্রি” মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হবে।
যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।
পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল-এই তিনটি ক্যাটাগরিতে মোট ২০টি পুরস্কার দেওয়া হবে। ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত দুই বাংলার মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবিগুলো মধ্যে থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।